ভারতের ভূগোল
MCQ part 8
৭১. ভারতের দুটি আগ্নেয় দ্বীপ হল ক. কাভারাত্তি ও নিউ মোর খ. বিত্রা ও কাভারাত্তি গ. পাম্বান ও ব্যারেন ঘ. নারকোনডাম ও ব্যারেন
উত্তরঃ নারকোনডাম ও ব্যারেন
ভারতের ভূগোল
MCQ part 8
৭২. কেন্দ্রশাসিত রাজ্য গুলির মধ্যে ক্ষুদ্রতম হল ক. পন্ডিচেরী খ. লাক্ষাদ্বীপ গ. দমন ও দিউ ঘ. চণ্ডীগড়
উত্তরঃ খ. লাক্ষাদ্বীপ
ভারতের ভূগোল
MCQ part 8
৭৩. নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকন্টক কোথায় অবস্থিত ক. গুজরাটে খ. মহারাষ্ট্রে গ. মধ্যপ্রদেশে ঘ. ছত্তিসগড়ে
উত্তরঃ মধ্যপ্রদেশে
ভারতের ভূগোল
MCQ part 8
৭৪. . ভারতের কোন বন্দরটি প্রথম বেসরকারী কোম্পানী দ্বারা পরিচালিত ক. এন্নোর খ. কোচিন গ. তুতিকরিন ঘ. বিশাখাপত্তনম
উত্তরঃ এন্নোর
ভারতের ভূগোল
MCQ part 8
৭৫. শিবসুন্দরম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত ক. কাবেরি খ. সূবর্নরেখা গ. ইন্দ্রাবতী ঘ. দামোদর
উত্তরঃ কাবেরি
ভারতের ভূগোল
MCQ part 8
৭৬. নিম্নলিখিত কোন হ্রদের জলের লবনতার পরিমান সব থেকে বেশি ক. ডাল খ. চিল্কা গ. উলার ঘ. সম্বর
উত্তরঃ সম্বর
ভারতের ভূগোল
MCQ part 8
৭৭. কোন নদীটি মহারাষ্ট্র , গুজরাট এবং মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? ক. সবরমতী খ. গোদাবরী গ. মাহী ঘ. তাপ্তী
উত্তরঃ তাপ্তী
ভারতের ভূগোল
MCQ part 8
৭৮. ব্রহ্মপুত্র নদী কোন নামে ভারতে প্রবেশ করেছে? ক. মানস খ. ধানসিরি গ. দিহাং ঘ. সাংপো
উত্তরঃ দিহাং
ভারতের ভূগোল
MCQ part 8
৭৯. . মানস সরোবর থেকে সৃষ্ট নদী হল ক. সিন্ধু খ. ব্রহ্মপুত্র গ. শতদ্রু ঘ. সবকটি
উত্তরঃ সবকটি
ভারতের ভূগোল
MCQ part 8
৮০. বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত ক. গোদাবরী খ. কাবেরী গ. মহানদী ঘ. কৃষ্ণ
উত্তরঃ গোদাবরী