বিশ্বের সবচেয়ে বড় সোলার ট্রি এখন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে! কি এই সোলার গাছ? 

By Srikanto Mandal 27 October, 2022

image credit: Jagran Josh

সোলার ট্রি হল আস্ত গাছের মতো দেখতে একটি  সোলার ইউনিট যার প্রতিটি ব্রাঞ্চে অসংখ্য সোলার প্যানেল লাগানো থাকে।

এমনই একটি ইউনিট ইন্সটল করা হয়েছে দুর্গাপুরে। এটিই বর্তমানে বিশ্বের সব থেকে বড় সৌর বিদ্যুৎ উৎপাদক ট্রি ।

aগোটা দেশের বিদ্যুতের চাহিদা পূরণ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাখতে সরকারের এই অভিনব উদ্যোগ বিশ্বকে নতুন দিশা দেখাবে।

দুর্গাপুরের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এই সোলার ট্রি টি ইন্সটল করেছে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর বিজ্ঞানীরা।

এই সোলার ট্রি থেকে বছরে ১২ থেকে ১৪ হাজার কিলো ওয়াট শক্তি উত্পাদন করা সম্ভব হবে বলে জানিয়েছেন  CSIR-CMERI-এর ডিরেক্টর ড. হরিশ হিরন্দানি।

এই সোলার ট্রি-তে মোট ৩৫টি সোলার ফোটোভোল্টিক প্যানেল লাগানো রয়েছে ।

বছরে  ১০ থেকে ১২ টন কার্বন ডাই অক্সাইড নির্গমণ রুখতে পারবে এই সোলার ট্রি।

অনেক কম খরচে চাষবাসের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের জোগান মিলতে পারে এই সোলার ট্রি থেকে।