বার্মিংহাম কমনওয়েলথ গেমসের অষ্টম দিনে (৫ আগস্ট) এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো ভারতবাসী। কুস্তিতে পদকের বন্যা বয়ে গেল।
এদিন ভারতীয় কুস্তিবিদরা একদিনে ছয়টি পদক জিতে নেয়, যার মধ্যে রয়েছে ৩ টি সোনা, ১ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ পদক।
এই ছয়টি পদকের সহিত অষ্টম দিনে ভারতের প্রাপ্ত পদকের সংখ্যা ২০ থেকে ২৬- এ পৌঁছে যায়। ৮ আগস্ট বার্মিংহাম কমনওয়েলথ গেম শেষ হচ্ছে, ভারতের ঝুলিতে আর কয়টি পদক আসে সেটাই দেখার।
কুস্তিতে ভারতের হয়ে প্রথম পদক (রুপোর পদক ) জেতেন আনশু মালিক এবং প্রথম স্বর্ণ পদক জেতেন বাজরং পুনিয়া।
ভারতের বজরং পুনিয়া কমনওয়েলথ গেমস 2022-এ পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতেছে৷ তিনি বার্মিংহামে চলমান গেমসে ভারতের পদক সংখ্যা 22-এ পৌঁছে দিয়েছেন৷
ভারতীয় কুস্তিগীর সাক্ষী মালিক মহিলাদের ফ্রিস্টাইল 62 কেজি বিভাগে সোনা জিতেছেন। এর মাধ্যমে সাক্ষী কমনওয়েলথ গেমসে টানা তিনবার পদক জিতলেন।
দীপক পুনিয়া কমনওয়েলথ গেমস 2022-এ 86 কেজি কুস্তিতে সোনা জিতেছেন৷ এটি এই কমনওয়েলথ গেমসে ভারতের চতুর্থ কুস্তি পদক এবং তৃতীয় সোনা৷
কুস্তিগীর দিব্যা কাকরান 2022 সালের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতে মহিলাদের 68 কেজি ফ্রিস্টাইল বিভাগে টোঙ্গা টাইগার লিলি ককার লেমালিকে পরাজিত করেছেন।
কমনওয়েলথ গেমস 2022-এ মোহিত গ্রেওয়াল 125kg ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন। এটি এই কমনওয়েলথ গেমসে ভারতের ষষ্ট কুস্তি পদক।
কমনওয়েলথ গেমস 2022-এ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো ২৬, এর মধ্যে ৯টি সোনা, ৮ টি রুপো এবং ৯ টি ব্রোঞ্জের পদক রয়েছে।