জন্মাষ্টমী হল পৃথিবীতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মের উদযাপন। ভগবান কৃষ্ণের জন্ম হল "মন্দের উপর ভালোর জয়ের প্রতীক"।
শাস্ত্র মতে জন্মাষ্টমী তিথি পড়ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সেই তারিখ মতো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তিথি ২০২২ সালে পড়েছে অগস্টের মাঝামাঝি।
অষ্টমী কখন থেকে পড়ছে- ১৮ অগস্ট রাত ৯.২০ মিনিট থেকে শুরু হচ্ছে জন্মাষ্টমী তিথি। এই তিথি থাকবে ১৯ অগস্ট রাত....
১০.৫৯ মিনিট পর্যন্ত। যেহেতু শ্রীকৃষ্ণের আবির্ভাব মধ্যরাতে হয়েছিল তাই ১৮ অগস্ট রাতের সময়ে এই উৎসব পালিত হবে।
জন্মাষ্টমীর পুজোর শুভ তিথিঃ- জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজোর জন্য শুভ তিথি ১৮ অগস্ট রাত ১২.০৩ মিনিটে শুরু হবে।
এই তিথি রাতের ১২.৪৭ মিনিট পর্যন্ত থাকবে। সেই সময়ের মধ্যে জন্মাষ্টমীর পুজো করার সময়কাল রয়েছে। ফলে এই সময়কে ধরে রেখে করতে হবে পুজো।
জন্মাষ্টমী ২০২২ শুভ সময়ঃ নিশীথ পূজার মুহূর্ত রাত ১২.০৩ থেকে ১২.৪৭ পর্যন্ত। মোট সময় পাওয়া যাবে ৪৪ মিনিট।
২০২৫ সালে জন্মাষ্টমী পালিত হবে শুক্রবার ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন।