মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হল না। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের।
পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় আচমকা শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালান আততায়ী । বুকে গুলি লাগে।
রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের শত চেষ্টা বিফলে যায়। বাঁচানো গেল না আবেকে।
২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত , জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদে ছিলেন শিনজো আবে।
৯০ বছর পর জাপানের কোনো প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে মারা গেলেন। এবং ১৫ বছর পর জাপানে কোনো রাজনেতা এই ভাবে মারা গেলেন।
জাপানে ৪০০ জন পিছু একজনের বন্দুক আছে। G7 দেশ গুলির মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। ১২৫ মিলিয়ন লোকের বাস যে দেশে সেখানে প্রতি বছর গুলির আঘাতে মারা যাওয়ার সংখ্যা কখনো ১০ পেরোয়নি।
আততায়ীকে পাকড়াও করেছে জাপান পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, শিনজো আবেকে মারতেই এসেছিল সে। শিনজো আবের কাজকর্মে আপত্তি ছিল তার।
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ভারতে একদিনের জাতীয় শোক পালনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বলেন, 'আমার কাছের বন্ধু শিনজো আবের প্রয়াণে আমি শোকাহত। বর্ণনা করার...
ভাষা নেই। ওঁ আন্তর্জাতিক রাজনীতিক। দুর্দান্ত নেতা ও প্রশাসক। জাপানের উন্নতিতে নিজের জীবন সমর্পিত করেছিলেন।