এই প্রকল্পে প্রাপ্ত অর্থ করোনা অতিমারি কালে রাজ্যের রোজগারহীন মহিলাদের অনেক সাহায্য করেছে এর ফলে নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার দেওয়া হয় এই প্রকল্প কে।
২০২১ সালে তৃণমূল সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পটি চালু করে।
এই প্রকল্পের অধীনে রোজগারহীন মহিলাদের অথবা যাদের ইনকাম খুবই সামান্য তাঁদের হাতে পাঁচশো টাকা (তফসিলি জাতি ও উপজাতি বাদে) তুলে দেওয়া হয়।
এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন নারীদের ক্ষমতায়নকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়েছি। এই পুরস্কার শুধু সরকারেরই স্বীকৃতি নয়, পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলারও স্বীকৃতি।
এর আগেও পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে স্কচ পুরষ্কার পেয়েছে, যেমন কিছুদিন আগে ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডস’ পেয়েছে পর্যটন দফতর।