ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম (Electronic Interlocking System) দেশের মধ্যে তো বটেই বিশ্বে সবচেয়ে বড় রুট এবার ব্যান্ডেলে (Bandel)। আর কিছুদিনেই আনুষ্ঠানিকভাবে চালু হবে এই ব্যবস্থা।
দেশে শতাধিক স্টশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বা ইআইএস (EIS) চালু হয়েছে। খড়্গপুরে (Kharagpur) রয়েছে ৮০০ রুট। ব্যান্ডেলে সেটাই ১০০২টি রুট করা হল।
ইআইএস চালু হবে আগামী ৩০ মে। ওইদিন পূর্ব রেলের রেল সেফটি ম্যানেজার পরিদর্শন করার পর আনুষ্ঠানিক ভাবে চালু হবে এই ব্যবস্থা। বৃটিশ রুট রিলে ইন্টার লকিং সিস্টেম বাতিল করে ইআইএস চালু হবে।
আগে যা ছিল ম্যানুয়াল এবার সেটাই পুরোপুরি ইলেকট্রনিক হতে চলেছে। এর ফলে ট্রেনের গতি বাড়বে। অনেক বেশি ট্রেন চালানো যাবে রুটে। ইন্ডোর মেন্টেনেন্সে কোনও লোক লাগবে না।
রবিবার ব্যান্ডেল স্টেশনে নব নির্মিত ইআইএস কেবিনে ইলেকট্রনিক সিস্টেমের কাজ খতিয়ে দেখেন রেল আধিকারিক ও নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। কেবিনে দুটি বড় প্যানেল বোর্ড বসানো হয়েছে।
যার মাধ্যমে গোটা সিস্টেমটা অপারেট করা হবে। আধুনিক এই ইন্টারলকিং সিস্টেমে কাজ করছে পরম এন্টারপ্রাইজ। জার্মান প্রযুক্তিতে এই কাজ সম্পন্ন করছে সিমেনস্।
পরম এন্টারপ্রাইজের এমডি পুনিত পাঠক বলেন, 'এই ইন্টারলকিং সিস্টেম দেশের মধ্যে আর কোথাও হয়নি। বিশ্বেও এটি প্রথম। খড়্গপুরে করা হয়েছে তবে এতবড় হয়নি।এর ফলে গতিতে অনেক বেশি ট্রেন চলবে।'
সিমেনসের কৃষ্ণার্জুন চট্টোপাধ্যায় বলেন, 'ব্যান্ডেল স্টেশনে ইআই চালু করতে চলেছি। সব থেকে বড় যেখানে ১০০২ রুট আছে। ব্যান্ডেল থেকে হাওড়া, বর্ধমান, কাটোয়া এবং নৈহাটি লাইন রয়েছে।
রেল যদি আগামী দিনে চারটে পাঁচটা স্টেশনকে নিয়ে সেন্ট্রালাইজ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা সিটিসি করতে চায় তাহলে ইআই অনেক সাহায্য করবে।