এলআইসি পলিসির ক্ষেত্রে একটি নতুন নিয়ম বাধ্যতামূলক করা হলো, যিনি পলিসিহোল্ডার (Policy Holder) তাকে অবশ্যই নমিনি করতে হবে।
নমিনি করা থাকলে যদি পলিসিহোল্ডার কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, এলআইসি থেকে যে টাকাটি তার পাওনা সেটি তার প্রিয়জনেরা পেয়ে যাবেন।
এবার পলিসিহোল্ডার যদি কোন নমিনি না করে থাকেন, তাহলে যে অর্থটা এলআইসির (LIC) তরফ থেকে পেতেন, সেই অর্থটি তারা পাবেন না।
আপনি যদি একের বেশি এলআইসির পলিসি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি দুজনের নামে নমিনি করতে পারবেন।
এমন একজনকে নমিনির জন্য নির্বাচন করবেন, যাতে সেই ব্যক্তি আপনি না থাকাকালীন অর্থ উপার্জন করতে পারেন এবং পরিবারের দায়িত্ব নিতেও পারেন।
তবে আপনি যে ব্যক্তির নামে নমিনি করলেন, সেই ব্যক্তিটি হঠাৎ মারা গেলে, সেই ক্ষেত্রে আপনি নমিনির নাম পরিবর্তন করতে পারেন।
অনেক সময় বিবাহ বিচ্ছেদ হলেও নমিনির নাম পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি নমিনির নাম অবশ্যই পরিবর্তন করতে পারবেন।
নমিনির নাম পরিবর্তন করতে গেলে, আপনার বীমা কোম্পানির ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে, সেটি ফিলাপ করে জমা দিতে হবে।
ফর্মের সাথে আপনার পলিসির সমস্ত ডকুমেন্টের কপি এবং আপনার ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। ১ এর বেশি নমিনির জন্য পরিবর্তন করতে হলে প্রত্যেকের ভাগ নির্ধারণ করে দিতে হবে।