Fill in ভারতে রেল স্টেশনের নামে নানান বৈচিত্র্য বিদ্যমান। কোথাও অনেকবড় তো কোথাও এট্টুখানি পুচকি আবার কোথাও একাধিক গ্রামের নাম মিলিয়ে তো কোথাও ঠাঁই পেয়েছে সম্পর্ক তো কোথাও বিশেষ ঘটনা।text
ভারতীয় রেলে সবথেকে বড় নামের স্টেশন কোনটি জানেন? অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু সীমানায় রয়েছে ভারতের সবথেকে বড় নামওয়ালা স্টেশনটি।
স্টেশনটির নাম বেঙ্কটনরসিংহরাজুভারিপেটা। দক্ষিণ রেলওয়ের রেনিগুন্টা-আরাক্কোনাম সেকশেন এই স্টেশনটি পড়ে।
এখানেই শেষ নয়। এই নামের আগে হামেশাই ‘শ্রী’ বসিয়ে দেওয়া হয়। এই স্টেশনটিতে দিনে মাত্র গুটিকয় প্যাসেঞ্জার ট্রেন থামে।
এই বারে দেওয়া যাক আরও একটি বিস্ময়কর তথ্য। অতি কষ্টে উচ্চারিত এই স্টেশনের আসল নাম ‘‘বেঙ্কট নরসিংহ রাজু ভারি বাহাদুর ভারি পেটা।’’
এখানে আরও একটি মজার কথা বলি, যদি ইংলিশ অক্ষর বা অ্যালফাবেট হিসাব করি তাহলে এটি কিন্তু বড় নামের দিক থেকে দ্বিতীয় স্থান অধিকারী।
বেঙ্কটনরসিংহরাজুভারিপেটা স্টেশনটির ইংলিশ হল Venkatanarasimharajuvaripeta. এখানে মোট ২৮টি অক্ষর আছে।
একত্রে অর্থাৎ একক শব্দে (Single Word) উচ্চারিত স্টেশনগুলির নামের মধ্যে বেঙ্কটনরসিংহরাজুভারিপেটা হল সব থেকে বড় নাম কিন্তু অক্ষরের দিক থেকে এটি দ্বিতীয় স্থানে আছে।
মোট অক্ষরের সংখ্যার উপর ভিত্তি করে, দেশের সব থেকে বড় নামের স্টেশন হল পুরাচি থালাইভার ড. এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন।
পুরাচি থালাইভার ড. এম.জি. রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশনটি (Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central railway station) তামিল নাড়ুর রাজধানী চেন্নায়ে অবস্থিত।