২০২২ সালের ১১ জুলাই, কেন্দীয় মন্ত্রী স্মৃতি ইরানী শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করেন। এবং ১৪ই জুলাই থেকে স্টেশনটি যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার থেকে শিয়ালদহ সেক্টর ফাইভ রুটে চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো। মাত্র ২১ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছনো যাবে এবার।
বৃহস্পতি বার (১৪ জুলাই) থেকে মেট্রো পরিষেবা শুরু হয়ে যায়। প্রথম দিনেই শিয়ালদহ মেট্রো যাত্রীদের মন জয় করে নেয়।
প্রথম দিন শুধুমাত্র শিয়ালদহ থেকেই মেট্রোয় উঠেছেন ১২ হাজার ৬৮১ জন যাত্রী। সব মিলিয়ে প্রথম দিন মোট যাত্রীর সংখ্যা ৩১ হাজার ৩৭ জন।
আপাতত দিনে এই রুটে ১০০টি মেট্রো চলছে। শিয়ালদহ থেকে ৫০টি, সল্টলেক থেকে ৫০টি । যাত্রী সংখ্যা বাড়লে মেট্রোর সংখ্যা আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছিল মেট্রো কর্তারা।
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫-য়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকালে ছাড়বে ৭টার সময়।
শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ। এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ।
সকাল এবং রাতের দিকে দুই রুটেই দুটো মেট্রোর ব্যবধান থাকবে ২০ মিনিট। তবে ব্যস্ত সময়ে ব্যবধান কমে হবে ১৫ মিনিট।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা। তবে শিয়ালদহ থেকে ন্যূনতম ভাড়া ১০ টাকা। এবং সর্বোচ্চ ২০।