৯ই আগস্ট ২০১৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল মা উড়ালপুলের উদ্বোধন করেন।
উড়ালপুলটি পার্ক সার্কাস সাতমাথা মোড় ও ই.এম বাইপাসকে যুক্ত করেছে। ৪ লেনের উড়ালপুলটির দৈর্ঘ্য ৪.৫ কিমি। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে উড়ালপুলটির কাজ শুরু হয়েছিল।
সর্বমোট উড়ালপুলটির দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। এর মধ্যে বাইপাস থেকে পার্ক সার্কাস পর্যন্ত ৪.২ কিলোমিটার। শহরের এই দীর্ঘতম উড়ালপুলটির কাজে খরচ হয়েছে ৩২০ কোটি টাকা।
মা উড়ালপুলে একবার উঠে পড়লে আর থামার নিয়ম নেই। কিন্তু যদি গাড়ির খারাপ হয়ে যায়? নিত্যযাত্রী ও গাড়ির চালকদের জন্য় এবার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিস।
মা উড়ালপুল কলকাতা তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম উড়ালপুল। দিনভর গাড়ি চলাচলের বিরাম নেই। উড়ালপুলের উপরে দ্রুতগতিতে বাঁক........
নিতে গিয়েও দুর্ঘটনা ঘটে হামেশাই। কয়েক মাস আগে মা উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে এক যুবক। গুরুতর আহত হন আরও একজন।
এদিকে মা উড়ালপুলে আবার যদি কোনও কারণে গাড়ি খারাপ হয়ে যায়, তখন চরম বিপাকে পড়তে হয় যাত্রীরা। উড়ালপুলে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।
কীভাবে দ্রুত খারাপ হয়ে যাওয়া গাড়িটিকে সরিয়ে নেওয়া যায়, তা ভেবে পান না চালক। এবার মুশকিল আসান করল কলকাতা পুলিস। মা উড়ালপুলে চালু হল ব্রেকডাউন হেল্পলাইন নম্বর- ১০৭৩।
কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে সোমবার এই নতুন হেল্পলাইন নম্বরটি জানানো হয়েছে। বলা হয়েছে ‘মা’ ফ্লাইওভারের উপর দিয়ে....
চলাচলের সময় কোনও গাড়ি যদি যান্ত্রিক সমস্যার মুখোমুখি হয় তবে ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। একটি কলেই মিলবে সাহায্য।