নব নির্মিত পদ্মা সেতু চালু হতেই তাক লাগিয়ে দেওয়া একের পর এক রেকর্ড গড়ে চলছে পদ্মা সেতু!
এখনো পর্যন্ত টোল বাবদ মোট কত আয় হল ?
পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। বাংলাদেশ সরকার সূত্রে খবর এই সেতু থেকে প্রথম এক বছরে তারা পৌনে ৫০০ কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা রেখেছে।
পদ্মা সেতু চালুর পরেই গতি আসতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে। এই সেতুর ওপর নির্ভর করেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ৪ দিনে এখনো পর্যন্ত টোল আদায় হয়েছে মোট ১১ কোটি ৯১ লাখ ৮ হাজাড় ৮২০ টাকা।
এর মধ্যে শুক্রবার আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ টাকা।পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরুর পরে এটাই একদিনে সর্বোচ্চ টোল আদায়।
বাংলাদেশের সেতু এবং পরিবহন বিভাগ জানিয়েছে, শুক্রবার, এই সেতু দিয়ে পারাপার করেছে ২৬ হাজার ৩৯৮ টি যানবাহন।
শনিবার সেতুর উদ্বোধন করার পরে যাত্রী হিসাবে প্রথম টোল ট্যাক্স দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি তাঁর নিজের এবং কনভয়ে থাকা অন্য গাড়িগুলির টোল বাবদ ১৬ হাজার ৪০০ টাকা দিয়েছিলেন।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়।
দ্বিতীয় দিন পদ্মা সেতুতে টোল আদায় করা হয় ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা। ওইদিন ১৫ হাজার ৪২৯টি যানবাহন পার হয়েছিল।
তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়। সেদিন ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পারাপার করে
বাইক দুর্ঘটনার পর থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে।ফলে মোটরসাইকেল থেকে পাপ্ত টোলের পরিমাণ কমেছে।মোটরসাইকেলের ক্ষেত্রে টোলের পরিমাণ ১০০ টাকা।