আগামী 22 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোজগার মেলার (Rozgar Mela) সূচনা হচ্ছে। প্রথম ধাপে চাকরি পাবেন 75,000 যুবক-যুবতি।
এই রোজগার মেলার সূচনার মাধ্যমে দেশের 10 লাখ যুবক-যুবতি চাকরি হবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৭৫০০০ জনকে নিয়োগ করা হবে। এমনটাই জানা যাচ্ছে প্রধানমন্ত্রী দফতর সূত্র থেকে।
২২ অক্টোবর বেলা ১১ টায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মেলার সূচনা করবেন নরেন্দ্র মোদী।
অনুষ্ঠান চলাকালীনই ৭৫০০০ যুবক-যুবতিকে ৩৮টি মন্ত্রক ও নানা বিভাগে যোগদান দেওয়ার নিয়োগপত্র দেওয়া হবে।
এই ৭৫ হাজার যুবক-যুবতি কেন্দ্রের গ্রুপ - A, গ্রুপ - B, গ্রুপ - C, গ্রুপ -D ইত্যাদি যে কোনও স্তরেই নিয়োগ হতে পারে।
সেন্ট্রাল আর্মড ফোর্সেস পার্সোনেল, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনো, PA, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, MTS ইত্যাদি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।