বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হাকে বিপুল ভোটে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।
বর্তমানে দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ। ২৪ জুলাই তাঁর মেয়াদ শেষ হচ্ছে। দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৫ জুলাই শপথ নেবেন।
দেশের রাষ্ট্রপতি হিসেবে ঠিক কী কী সুবিধা পাবেন দ্রৌপদী মুর্মু, এবং তার মাসিক বেতনই বা কত? এছাড়া আর কি কি সুবিধা পাবেন তিনি?
রাষ্ট্রপতির বেতনঃ রাষ্ট্রপতি হিসেবে তিনি মাসিক ৫ লক্ষ টাকা বেতন পাবেন। পূর্বে এই বেতনের পরিমাণ মাসিক দেড় লক্ষ টাকা ছিল।
গত ২০১৭ সালের অক্টোবর মাস থেকে রাষ্ট্রপতি মাসিক বেতন দেড় লক্ষ টাকা থেকে বেড়ে মাসিক ৫ লক্ষ টাকা করা হয়েছে।
মেডিক্যাল, হাউজিং এবং পেনশন সহ আরও কি কি সুবিধা পেয়ে থাকেন রাষ্ট্রপতি, তা একনজরে দেখে নেওয়া যাক।
রাষ্ট্রপতি পদে থাকাকালীন মাসিক ৫ লক্ষ টাকা করমুক্ত বেতন এবং রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষের পর মাসিক দেড় লক্ষ টাকা পেনশনও পেয়ে থাকেন রাষ্ট্রপতি।
বিনামূল্যে যাবতীয় শারীরিক চিকিৎসা, পরীক্ষা সহ সমস্ত ফেসিলিটি। রাইসিনা হিলসে বিনামূল্যে থাকার ব্যবস্থা।
বিশেষ কাস্টম বিল্ট মার্সিডিজ বেঞ্চ এস৬০০ গাড়ির সুবিধা। রাষ্ট্রপতি ভবনের কর্মচারীদের বেতনের জন্যও বরাদ্দ থাকে বড় অঙ্কের অর্থ।
বিনামূল্যে দুটি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোন। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ নিরাপত্তা ব্যবস্থা। বিমানে ও ট্রেনে সঙ্গী-সহ বিনামূল্যে যাতায়াত।