১৬ জুলাই, শনিবার উত্তর প্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে হিসেবে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ২৯৬ কিমি।এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ফলে 'অনুন্নত' বুন্দেলখণ্ড অঞ্চলের চিত্রকুট সহজেই ইটাওয়া লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে।
৪ লেনের এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে মোট ১৪ হাজার ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। পরবর্তীকালে এই এক্সপ্রেসওয়েকে ৬ লেনেও পরিবর্তন করা যাবে।
এই এক্সপ্রেসওয়ে ইটাওয়া, আউরাইয়া, জালাউন, মাহোবা, বান্দা এবং হামিরপুরের মতো ৬ টি জেলাকে সংযুক্ত করবে।
বুন্দেলখণ্ডের চিত্রকুট জেলার ভরতকুট এলাকার কাছে গোন্ডা গ্রামে শেষ হবে এই এক্সপ্রেসওয়ে। মোট সময়সীমার ৮ মাস আগেই এটির কাজ শেষ হয়েছে।
এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে সব মিলিয়ে মোট ২৮ মাস সময় লেগেছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন মোদী।
কাইঠেরি গ্রামের ওরাই থেকে শনিবার এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
আগে দিল্লি পৌঁছতে সময় লাগত প্রায় ১০ ঘণ্টা। এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাওয়ায় মাত্র ৬ ঘণ্টায় পৌঁছনো যাবে দিল্লিতে।
প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, “এই এক্সপ্রেসওয়ের জন্য স্থানীয় অর্থনীতিতে বদল আসবে। পরিকাঠামোগত উন্নয়নের জেরে প্রচুর বিনিয়োগ হবে উত্তরপ্রদেশে। যা যুবকদের নতুন কাজ পেতে সাহায্য করবে।”