Lionel Messi: 'কাতার বিশ্বকাপই আমার শেষ'! জানিয়ে দিলেন লিওনেল মেসি
শ্রীকান্ত মণ্ডল৬ অক্টোবর, ২০২২
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে, একথা অফিশিয়াল ভাবে জানিয়ে দিলেন LM 10 নিজেই।
৭ বারের ব্যালন ডি'অর (Ballon d’Or) জয়ী লিওনেল মেসি (Liনonel Messi) আর্জেন্টাই ক্রীড়া সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোকে জানান এই সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে ফেলেছিলেন।
২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফি জয়ের অত্যন্ত কাছে এসেও সফলতা পাননি কারণ জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দিয়েছিল।
কাতার বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলছেন, "আমি বিশ্বকাপের দিন গুনছি। সত্যি বলতে কিছুটা দুশ্চিন্তায় আছি। আমরা এখানে আছি। কী হবে, কী ভাবে হবে, এটাই তো আমার শেষ বিশ্বকাপ।
তিনি আরও বলেলন "আমরা এই মুহূর্তে খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই খুব ভাল একটা বিশ্বকাপের জন্য আমি মরিয়া"।
এই মরসুমে মেসি দেশের ও ক্লাবের হয়ে খুব ভালো ফর্মে আছেন। ২০১৯ থেকে আর্জেন্টিনা ৩৫ ম্যাচ জিতেছে, ফলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যে, এবার মেসির হাতেই হয়তো উঠবে কাপ।'
ব্রাজিলকে হারিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় পায় মারাদোনার দেশ।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আপাতত মেসির হাতে বিশ্বকাপ দেখার জন্য আশায় বুক বাঁধছেন মেসির গোটা বিশ্বের সমর্থকরা।