বাগদা বা গলদা  চিংড়ি মাছ কমবেশি আমরা সবাই ভালোবাসি। তবে এই বিরলতম চিংড়ি মাছটি বাগদা বা গলদা নয়, এর নাম হলো লবস্টার (Lobster)।

আমেরিকার লার্স-জোহান লারসন নামের এক মৎস্যজীবী পোর্টল্যান্ড এর সমুদ্রে মাছ ধরার সময় তাঁর জালে আটকে পড়ে এক বিরলতম লবস্টার।

এই চিংড়ি মাছের নাম হল নীল লবস্টার (Blue Lobster)।এই চিংড়ি মাছের গায়ের রঙ গাঢ় নীল রংয়ের হয়ে থাকে। 

এটি খুব বিরলতম চিংড়ি মাছ।  ১০ লক্ষের মধ্যে একটি দেখতে পাওয়ায় যায়। এদের জিনগত বৈশিষ্ট্য কিছুটা আলাদা থাকার জন্য, গায়ের রং নীল কালারের হয়ে থাকে।

ওই মৎস্যজীবী লার্স-জোহান লারসন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না, যে তার জালে এই বিরলতম লবস্টারটি (Lobster) ধরা পড়েছে।

 তিনি সেই নীল রঙের লবস্টারটির ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যদিও তিনি পরে এই লবস্টারটিকে সমুদ্রে ছেড়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে ছবিটিতে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট পড়েছে। 

অন্যান্য লবস্টারদের (Lobster) গায়ের রং কাদা বা লাল রঙের হয়ে থাকে। তবে এক্ষেত্রে আলাদা। এই কারণেই এটিকে বিরলতম চিংড়ি মাছ হিসাবে ধরা হয়ে থাকে।