Ration Card: এবার বাড়ি বসেই সরকারি অ্যাপ থেকে রেশন কার্ডের আবেদন করা যাবে, নয়া উদ্যোগ খাদ্য দফতরের।

By Srikanto Mandal 17 Oct, 2022

এই সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গের খাদ্য দফতর বিভাগ  পশ্চিমবঙ্গবাসীর জন্য একটি মোবাইল অ্যাপ তৈরির বিশেষ উদ্যোগ নিয়েছে। 

অ্যাপটির নাম Khadya Sathi - Amar Ration অ্যাপ, স্মার্ট ফোনে ইনস্টল করে ঘরে বসেই রেশন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাবেন রাজ্যবাসী। 

নতুন এই অ্যাপে রাজ্যবাসীরা বিভিন্ন সুবিধা পাবেন যেমন  নতুন রেশন কার্ডের জন্য আবেদন, মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল অথবা রেশন কার্ডে ভুল সংশোধনের মতো পরিষেবা।

Android গ্রাহকরা Play Store থেকে ও iOS গ্রাহকরা App Store থেকে Khadya Sathi - Amar Ration অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

 এই অ্যাপের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা ছাড়াও আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা যাবে।

তবে এই অ্যাপ থেকে বিভিন্ন সুবিধা পেতে গেলে আপনার আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসাবে অ্যাপটি রাজ্যের গ্রামীণ এলাকায় কৃষকদের ফসল কেনাবেচার জায়গা নির্ধারণে সাহায্য করবে।

নয়া অ্যাপ থেকে একদিকে যেমন রেশন সংক্রান্ত অনেক সমস্যার সমাধান করা যাবে অন্যদিকে কৃষকদের ফসল বিক্রির প্রক্রিয়া অনেক সহজ হবে।