ময়লা পুরানো টাকা কেউ নিতে চায় না তাই এবার থেকে ফিটনেস টেস্ট হবে নোটেরও। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) থেকে বাধ্যতামূলক করা হয়েছে নোটের ফিটনেস পরীক্ষা। 

দেশের সমস্ত ব্যাঙ্ককে নোট কাউন্টিং মেশিনের পরিবর্তে নোটের ফিটনেস যাচাইয়ের মেশিন ব্যবহার শুরু করার নির্দেশ দিয়েছে আরবিআই। এর জন্য রিজার্ভ ব্যাঙ্ক ১১টি মানদণ্ড নির্ধারণ করেছে। 

নোটগুলি নির্ধারিত মানদণ্ড পূরণ না করলে বাতিল করে দেওয়া হবে জানানো হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে নোট গণনার মেশিনের পরিবর্তে নোট ফিটনেস মেশিন ব্যবহারের নির্দেশ দিয়েছে।

 দীর্ঘদিন ধরে ব্যাঙ্কিং ব্যবস্থায় চলছে অচল, পুরনো নোট। আরবিআই জানিয়েছে,অতিরিক্ত ব্যবহারের ফলে নোটগুলো নোংরা ও নষ্ট হয়ে যায়। এই নোটগুলিই আনফিট করা হবে।

 ফিটনেস পরীক্ষায় চিহ্নিত করা হবে কোণা মোড়া, মুছড়ে থাকা, বিবর্ণ এবং আঠা বা টেপ দিয়ে আটকানো নোটগুলি। তার পর সেগুলিকে বাতিল দেওয়া হবে।

প্রতি তিন মাস অন্তর নোটগুলির ফিটনেস পরীক্ষা সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটি রিপোর্ট পাঠাতে হবে ব্যাঙ্কগুলিকে। রিপোর্টে জানাতে হবে কতগুলি নোট কোন কোন মানদণ্ড পূরণ করতে পারেনি। 

কি কি নোট বাতিল হবে? ১) কোণায় ভাঁজ থাকা নোট। ২) বহু ভাঁজ থাকা নোট। ৩) বেশি ভাঁজ করায় বিকৃত হয়ে যাওয়া নোট।৪) আবছা হয়ে যাওয়া ছাপা। 

৫) টেপ, কাগজ বা আঠা লাগানো নোট ৬) দুই দিকে সম্পূর্ণ নোংরা নোট। ৭) বিকৃত চিহ্ন দেওয়া নোট – ছোট ছেঁড়া নোট ৮) নোটে ফুটিফাটা। ৯)দাগযুক্ত নোট এবং ১০) লেখালিখি থাকা নোট।

প্রসঙ্গত,  ২০১৬-র ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন । ২০২১-এ সেই একই দিনে নয়া কয়েন আনার ঘোষণা করেছিলেন তিনি। 

ঘোষণা অনুযায়ী বাজারে এসেছে নতুন ৫, ১০ এবং ২০ টাকার কয়েন। কিন্তু পুরনো নোটের অবস্থা ক্রমশ সঙ্গিন হয়ে উঠছে সেই ধরনের নোটের জন্যেই এমন নয়া উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক।