হেরে গিয়েও ফিরে আসা। ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক।
By Srikanto Mandal
24 October, 2022
উদাহরণ তৈরি করলেন ঋষি সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পরে সেই পদে এবার ভারতীয় বংশোদ্ভুত ঋসি সুনক।
ফটো ক্রেডিট : Aaj Tak
লিজ ট্রাস ২০ অক্টোবর ২০২২-এ ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করেন।
ফটো ক্রেডিট : The Independent
লিস ট্রাস ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে যান প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যায়।
ফটো ক্রেডিট : wikipedia
ঋষি সুনক হলেন ব্রিটেনেরই প্রাক্তন অর্থমন্ত্রী। ব্রিটেনের টালমাটাল অ্রর্থনৈতিক পরিস্থিতিতে লিজ ট্রাসের পদত্যাগের পর এবার তাঁর উপরই ভরসা রাখলেন ব্রিটেন।
ফটো ক্রেডিট : wikipedia
ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। ২৮ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনকের শপথ।
ফটো ক্রেডিট : Aaj Tak
ভোটাভুটির পরে দেখা যায়, ঋষি সুনক পেয়েছেন ১৯৩টি, উল্টোদিকে পেনি মর্ডান্ট পেয়েছেন ২৬ টি ভোট।
ফটো ক্রেডিট : The Independent
প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজন ১০০ সংসদের সমর্থন। সেই জায়গায় সুনকের পাশে রয়েছেন ১৯৩ জন কনজারভিটভ সাংসদ।
ফটো ক্রেডিট : wikipedia
দেড় মাস আগেই লিস ট্রাসের কাছে হেরে প্রধানমন্ত্রীর পদ নাগালের কাছে এসেও হাতছাড়া হয়েছিল সুনকের।
প্রধানমন্ত্রী হিসেবে ঋষির কাছে এখন প্রধান চ্য়ালেঞ্জ দেশের অর্থনীতিকে লাইনে আনা। কারণ ওই কারণেই পদত্যাগ করন ট্রাস।