রোবট মাছঃ জলকে প্লাস্টিককণা থেকে মুক্ত করতে অভিনব আবিষ্কার 

By Srikanto Mandal 27 Octber, 2022

Image credit: Twitter

Multiple Blue Rings

অবিকল দেখতে মাছের মতো। জলে সাঁতর কাটতেও পটু এই মাছ। তবে এই মাছ ‘জ্যান্ত’ নয়। এটি যান্ত্রিক মাছ।

ইংল্যান্ডের সারে বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্র এই যান্ত্রিক মাছটি বানিয়েছেন, মাছটির সম্পূর্ণ দেহ অনেক সুক্ষ সুক্ষ যন্ত্রাংশ দিয়ে তৈরি।

মাছটি বানানোর একমাত্র উদ্দেশ্য হল সমুদ্র বা নদীর জলকে প্লাস্টিককণার দূষণ থেকে মুক্ত করা। 

প্লাস্টিকের অত্যন্ত ছোট ছোট কণা কে মাইক্রোপ্লাস্টিক (MicroPlastic) বলা হয়। মাছটির নাম দেওয়া হয়েছে গিলবার্ট।

বৃহৎ আকারের প্লাস্টিক সহজেই চোখে দেখা যায় কিন্তু  মাইক্রোপ্লাস্টিক চোখে দেখাযায় না। মাইক্রোপ্লাস্টিকের এক একটি কণার ব্যাস ০.২ ইঞ্চি বা ৫ মিলিমিটার।

ফলে আমাদের অজান্তেই জলবাহী হয়ে এটি শরীরে ঢুকে স্বাস্থ্যের ক্ষতি করে। এই যন্ত্র মাছ জলকে এই প্লাস্টিক কণা মুক্ত করতে পারবে বলে দাবি করেছেন তাঁর স্রষ্টা।

যন্ত্র দিয়ে তৈরি এই রোবট মাছ  জলে ছেড়ে দিলে জল থেকে মাইক্রোপ্লাস্টিককে ছেঁকে বিশুদ্ধ জল পেট থেকে বের করবে এই রোবট।

গিলবার্ট নামক মাছটি যান্ত্রিক হলেও মাছের মতোই এর কানকো আছে। সেই কানকোর ছাঁকনিতেই মাইক্রোপ্লাস্টিক ছেঁকে জল পরিশ্রুত করে গিলবার্ট।