হয়রানির দিন শেষ। কাল ১১ জুলাই শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হতে চলেছে, ১৪ জুলাই থেকে শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রো পরিষেবা চালু।
শিয়ালদহ মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর পূর্ব-পশ্চিম লাইনের একটি স্টেশন। প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় 2009 সালে।
যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্যে এই স্টেশনে মোট ৯টি সিঁড়ি রয়েছে এবং শিয়ালদহ দক্ষিণের দিকে থাকছে চওড়া প্রশস্ত জায়গা যা দিয়ে সহজেই আসা যাওয়া করা যাবে।
এ ছাড়া মেট্রো স্টেশন চত্বরে ঢোকা ও বেরনোর জন্যে ১৮টি এসক্যালেটর। সহ একাধিক প্রান্তে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে।
থাকছে মোট ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার হবে যারা শারীরিক ভাবে সমস্যায় তাদের জন্যে।
এ ছাড়া যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে।শিয়ালদহ মেট্রো স্টেশনের একদিকে ফুলবাগান, অন্যদিকে এসপ্ল্যানেড ষ্টেশন।
মেট্রোর ভাড়ার তালিকা অনুযায়ী প্রথম দু’কিলোমিটার দূরত্বের ভাড়া পাঁচ টাকা। তারপর দুই থেকে পাঁচ কিলোমিটারের ভাড়া 10 টাকা।
শিয়ালদহের পূর্ব এবং পশ্চিম দু’দিকের পরবর্তী স্টেশনের দূরত্বই 2 কিমির বেশি হওয়ায় সর্বনিম্ন পাঁচ টাকার টোকেন এই স্টেশনে থাকছে না।
ফুলবাগান ও এসপ্ল্যানেড, দুই স্টেশনেরই দূরত্ব ২ কিলোমিটারের বেশি। যে কারণে শিয়ালদহ থেকে একটা স্টেশন যেতে গেলেও খরচ হবে দশ টাকা।শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা।
১৪ জুলাই থেকে যাত্রী পরিষেবা শুরু হবে। সেক্টর-৫ থেকে ২০ মিনিট অন্তর এই লাইনে ট্রেন চলবে।যাত্রী পরিবহনের জন্য আপাতত তৈরি হয়েছে প্লাটফর্ম 1A এবং 1B.