Snap-E-cab: কলকাতায় পরিবেশ বান্ধব সাশ্রয়ী নতুন ই ক্যাব! 

শ্রীকান্ত মণ্ডল ১৫ অক্টোবর , ২০২২ 

ছবিঃ snapecabs.com

এই ই-ক্যাবের ভাড়া সাধারণ ক্যাবের থেকে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কম।

ছবিঃ snapecabs.com

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার নিউটাউনে এটির উদ্বোধন করেছিলেন। 

ছবিঃ snapecabs.com

স্যানপ ই-ক্যাব গুলি টাটা মোটরস এর তৈরি। এই প্রকল্পে প্রায় দু হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

ছবিঃ snapecabs.com

ইতিমধ্যেই গত মাসে ১০০টি এই ধরনের ই-ক্যাব সরবরাহ করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

ছবিঃ snapecabs.com

আগামী মাস থেকে প্রতি মাসে ১০০টি করে ই ক্যাব সরবরাহ করা হতে পারে।

ছবিঃ snapecabs.com

আপাতত সব মিলিয়ে ৭০০টি এই ধরনের ই ক্যাব চালু করার পরিকল্পনা রয়েছে ।

ছবিঃ snapecabs.com

এই প্রকল্প বাস্তাবায়নের জন্য ১৫০ ডিসি ও ৭০০ এসি চার্জিং পয়েন্টও রাখা হবে।

ছবিঃ snapecabs.com

Snap cab কম্পানিটি পূর্ব ভারতে সব মিলিয়ে অন্তত ৫ হাজার এই ধরনের ই ক্যাব চালানোর পরিকল্পনা করেছে।

ছবিঃ snapecabs.com