দিনদিন পেট্রোল-ডিজেলের লাগাম ছাড়া  দাম বাড়ার সাথে সাথে সাধারন নাগরিকদের গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। 

আজকাল অনেকে জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন। একবার চার্জ করে নিলে ইলেকট্রিক গাড়িতে করে লম্বা দূরত্বে যাওয়া যায়।

তবে বর্তমানে ইলেকট্রিক গাড়ির (Electric Car) প্রবণতা খুব বেশি নেই , কারণ পেট্রোল পাম্পে গাড়ি চার্জ দেওয়ার মতো কোনো চারজিং স্টেশন নেই। 

এর ফলে রাস্তার মাঝে যদি ইলেকট্রিক গাড়ির চার্জ শেষ হয়ে যায়, তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর কঠিন হয়ে যাবে। 

এই কারণে একটি স্টাট আপ কোম্পানি একটি অনন্য গাড়ি তৈরি করতে চলেছে। এই গাড়িটি সূর্যের আলোয় চার্জ হয়ে থাকে। 

একবার চার্জ হয়ে গেলে এই গাড়িটি সাত মাস পর্যন্ত চালানো যেতে পারে। এই গাড়ি প্রস্তুতকারী কোম্পানিটি লাইট ইয়ার নামে পরিচিত। 

 লাইট ইয়ার কম্পানিটি একটি অ্যাডভান্স গাড়ি তৈরি করেছে। গাড়িটির নাম রাখা হয়েছে "লাইট ইয়ার জিরো"। একবার ফুল চার্জ করে নিলে টানা ৭ মাস পর্যন্ত গাড়িটি চালানো যেতে পারে। 

২০০৬ সালে ৫ জন লোক মিলে নেদারল্যান্ডে  কোম্পানিটি শুরু করেছিলেন। বর্তমানে এটিতে ৫০০ জন লোক কর্মরত এবং কোম্পানিটি প্রথম ৯৪৯ টি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করে।

যেসব দেশে রোদ খুব বেশি, সেসব দেশে একবার চার্জ করে নিলে টানা সাত মাস চালানো যেতে পারে। এটিকে বিশ্বের প্রথম সোলার কার (Solar Car) বলা হয়ে থাকে।