বর্তমানে Solar Dome বা সৌর গম্বুজ হল ইকো পার্কের প্রধান আকর্ষণ , পূর্ব ভারতে এমন উদ্যোগ এই প্রথম।

শ্রীকান্ত মণ্ডল ১১ সেপ্টেম্বর, ২০২২

ইকো পার্কে এই বিশাল সৌর গম্বুজ (Solar Dome) তৈরি করছে হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো (HIDCO) 

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL) প্রকল্পটি বাস্তবায়ন করছে ।

এই ডোমটি বানানো হয়েছে 2.89 একর জমির ওপর এবং 46 মিটার ব্যাস সহ এই ডোমটির উচ্ছতা 55 মিটার। 

ডোমের বাইরেটা পুরোটাই সোলার প্যানেল (Solar Panel) দিয়ে মোড়া ফলে দূর থেকে দেখতে অনেকটা গ্লাস হাউজের মতো লাগে।

এই সোলার ডোম বানানোর উদ্দেশ্য কি? প্রায় ৩০ কোটি টাকা খরচ করে বানানো এই ডোমটির বিশেষ কয়েকটি উদ্দেশ্য আছে যেমন ___

নবনির্মিত সৌর গম্বুজটি স্বতন্ত্রভাবে পুনর্নবীকরণ যোগ্য শক্তি (Renewable energy) তৈরি করতে সক্ষম। 

২০০০ সোলার প্যানেল দ্বারা নির্মিত গম্বুজটি সর্বাধিক ১৬৫ কিলোওয়াট সৌর শক্তি উৎপাদন করতে সক্ষম। 

এটি সৌর শক্তি উৎপাদন ছাড়াও তরুণ প্রজন্মকে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমানোর পদ্ধতি সম্পর্কে অবহিত করবে ।

এছাড়া এটিতে একটি গ্যালারি এবং একটি ভিউ পয়েন্ট থাকবে, যেখান থেকে দর্শনার্থীরা রাজারহাট-নিউটাউনের মনোরম দৃশ্য উপোভোগ করতে পারবেন।