পুজোর আগেই কি টালা ব্রিজ চালু হবে? কি বলছে পূর্ত দফতর সম্পূর্ণ জানুন
ছবিঃ ODD বাংলা
টালা ব্রিজ হল উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ এবং মধ্য কলকাতার সংযোগকারী মূল ব্রিজ।
ছবিঃ বর্তমান পত্রিকা
পুরাতন টালা ব্রিজটি ১০৯ বছর পুরানো। সেতুটি দুর্বল হয়ে পড়ায় ২০২০ সালের জানুয়ারি মাসে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ছবিঃ ODD বাংলা
২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হয় এবং সেই সাথেই নতুন করে সেতুটি তৈরির কাজ শুরু হয়।
ছবিঃ সংবাদ প্রতিদিন
পুরাতন টালা ব্রিজ ভেঙে দেওয়ার ফলে ২ বছর ধরে সমস্যায় ভুগছেন উত্তর কলকাতা ও উত্তর শহরতলির বাসিন্দারা।
ছবিঃ Newz Now
নব নির্মিত টালা ব্রিজের দৈর্ঘ্য হবে ৭০০ মিটার। ব্রিজ চওড়ায় ২০ মিটার। থাকবে ৪ লেনের রাস্তা। কেবল স্টেড ব্রিজের দুপাশে থাকবে ফুটপাথ।
ছবিঃ বর্তমান পত্রিকা
আগামী ২৪ সেপ্টেম্বর পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন টালা ব্রিজের।
ছবিঃ Newz Now
সূত্রের খবর আগামী ২২ সেপ্টেম্বর নব নির্মিত টালা ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী।
ছবিঃ বর্তমান পত্রিকা
প্রাথমিক ভাবে শুধুমাত্র দুই চাকা বা চার চাকার গাড়িই চলাচল করতে দেওয়া হবে। ভারী যান চলাচল করতে দেওয়া হবে না।
ছবিঃ সংবাদ প্রতিদিন
পরবর্তী স্টোরি দেখুন
নাসার মঙ্গলযান, এবার মঙ্গলের পৃষ্ঠে কি খুঁজে পেল ? সম্পূর্ণ জানুন
এখানে ক্লিক করুন
Light Yellow Arrow