TET Exam Update: কবে থেকে শুরু হচ্ছে প্রাথমিকে টেটের পরীক্ষা?
শ্রীকান্ত মণ্ডল২৬ সেপ্টেম্বর, ২০২২
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ টেট (TET) পরীক্ষা এই বছরের শেষে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
অতীতের টেট উত্তীর্ণরা অথবা প্রাথমিকে ট্রেনিং আছে যাদের , তাঁরাই আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য।
পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে প্রতি বছর প্রাথমিক টেটে পরীক্ষা হবে শুধু তাই নয়, বছরে দুবার নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
এর আগে ৩ দফায় মোট ১৮৯ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্যে ১৮৫ জনের নিয়োগ হয়ে গিয়েছে। টেকনিক্যাল কারণে ৪ জনের নিয়োগ এখনও হয়নি।
তৃণমূল আমলে ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
এই আবহে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তাগিদে নতুন সভাপতি এবং অ্যাডহক কমিটি আসার পর পরীক্ষার দিনক্ষণের ইস্যুতে বৈঠক হয়।
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে।
পরীক্ষা কবে নেওয়া যায়, তা চূড়ান্ত করতে পুজোর আগেই মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি।