.চীনের হুবেই প্রদেশে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম হল বর্তমানে পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র।

থ্রি গর্জেস ড্যাম চীনের হুবেই প্রদেশের য়িলিং জেলার স্যান্ডৌপিং শহরে ইয়াংসিকিয়াং নদীর উপর অবস্থিত।

ইয়াংসিকিয়াং (দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি.) চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী।

থ্রি গর্জেস ড্যামের মোট জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষমতা ২২ হাজার ৫০০ মেগাওয়াট।  ২০১৪ সালে এটি ৯৮.৮ টেরাওয়াট-ঘণ্টা শক্তি উৎপাদন করে বিশ্বরেকর্ড গড়ে।

থ্রি গর্জেস ড্যামের প্রতিটি প্রধান ওয়াটার টারবাইনের ক্ষমতা ৭০০ মেগাওয়াট। ২০০৬ সালে এই বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছিল।

 মোট ৩২টি প্রধান টারবাইন এবং দুটি ৫০ মেগাওয়াটের ছোট টারবাইন একত্রে এই  ২২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। 

 থ্রি গর্জেস ড্যাম নির্মাণে ৫ লাখ ১০ হাজার টন ষ্টীল লেগেছে, এই পরিমাণ ষ্টীল দিয়ে ৬০ টি আইফেল টাওয়ার নির্মাণ করা যাবে। 

শুধু তাই নয় এই বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ শক্তি কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন করতে গেলে ৩১ মিলিয়ন টন কয়লার প্রয়োজন হত।

এই বাঁধ  নির্মাণের ফলে ১৩টি শহর এবং ১৬০০-এর অধিক গ্রাম জলে তলিয়ে যায় ফলে এখানে বসবাসকারী মোট ১৩ লক্ষ মানুষ কে পুনর্বাসন দিতে হয়েছে।

চিনের এই থ্রি গরজেস ড্যাম আমেরিকার বিখ্যাত হভার ড্যামের থেকেও ১১ গুন বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদনে সক্ষম।