পশ্চিমবঙ্গের দিঘার একমাত্র মেরিন ড্রাইভ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি?
By Srikanto Mandal
18 Oct, 2022
কিছুদিন আগেই সরকারি নির্দেশে ১৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজ্যর প্রথম মেরিন ড্রাইভ বন্ধ করে দেওয়া হয়।
নবনির্মিত ৩০ কিলোমিটার দৈর্ঘ্যর এই মেরিন ড্রাইভ দিয়ে সমুদ্র সৈকতের ধার বরাবর দিঘা থেকে শঙ্করপুর, তাজপুর হয়ে মন্দারমণি পর্যন্ত যাওয়া যায়।
কিন্তু নতুন মেরিন ড্রাইভের রাস্তা সবজায়গাতে এখনো সঠিকভাবে গড়ে তোলা হয়নি তা উপলব্ধি করেছেন ঘুরতে আসা বহু পর্যটকরা।
শঙ্করপুরের কাছে এসে তাজপুর পর্যন্ত যাওয়ার রাস্তার অবস্থা ‘দুর্বিষহ এবং সেখানে কোনও সতর্কতামূলক বোর্ডও নেই। এমনটাই অভিযোগ পর্যটকদের।
রাস্তাতে অসংখ্য গর্ত কোথাও কোথাও সেটি প্রায় তিন ফুটের কাছাকাছি। এর ফলে গাড়ি নিয়ে রাস্তায় নেমে গর্তে ফেঁসে যেতে হচ্ছে এবং এর থেকে মুক্তি পেতে পর্যটকদের কালঘাম ছুটছে।
গাড়ি উদ্ধার করতে অনেক সময় লাগছে সাথ প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। উদ্বোধনের পর থেকেই পুজোর ছুটিতে দীঘায় বেড়াতে আসা পর্যটকরা মেরিন ড্রাইভে ভ্রমণের সময় এই সমস্যার সম্মুখীন হন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘা থেকে কাঁথি শৈলা পর্যন্ত মেরিন ড্রাইভের এই অংশটি প্রাকৃতিক কারণে এখনও পুরোপুরি তৈরি হয়নি।
খারাপ রাস্তার কারণে পর্যটকরা প্রশ্ন তুলেছেন, মেরিন ড্রাইভ গর্তে ভরা, বেহাল অবস্থা। গাড়ি ভাড়া করে বেড়াতে আসা পর্যটকদের মেরিন ড্রাইভের স্বপ্ন অপূর্ণ থেকে গেল।