হুগলি নদীর উপর নির্মাণ করা হবে তৃতীয় হুগলি সেতু?? বিস্তারিত  জানুন

By Srikanto Mandal 21 March, 2023

সম্প্রতি কলকাতা মহানগরীর বুকে যানবাহনের চাপ কমাতে তৃতীয় হুগলি সেতু তৈরির চিন্তাভাবনা শুরু হয়েছে।

প্রাথমিকভাবে সেতু নির্মাণের জন্য দুটি জায়গা - দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং হাওড়ার বাউড়িয়া ঠিক করা হয়েছে,  এই দু'টি জায়গা সামনে রেখে সরকারি স্তরে কথাবার্তা চলেছে।

এই দু'টি জায়গায় হুগলী নদী অপেক্ষাকৃত কম চওড়া হওয়ার ফলে সেতু নির্মাণে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

তবে এই দুটি জায়গার বিকল্প হিসেবে আরও নতুন দুটি জায়গা-  বিষ্ণুপুর ও বাগনানের কথা ভাবা হয়েছে।

'২য় বিবেকানন্দ ব্রিজ টোলওয়ে কোম্পানি প্রাইভেট লিমিটেড' (এসভিবিটিসি) আয়োজিত কলকাতা-হাওড়া অঞ্চলে যানচলাচলের সুগম বন্দোবস্ত নিয়ে মঙ্গলবার একটি আলোচনাসভায় ওঠে গঙ্গাবক্ষে নয়া সেতুর প্রসঙ্গ।

 প্রস্তাবিত বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের অঙ্গ হিসেবে গঙ্গার উপর নয়া সেতু  নির্মাণের ফলে বিদ্যাসাগর সেতুর উপর যানচলাচলের চাপ অনেকটা কমবে।

তবে এই সেতুর আর্থিক ব্যয়বরাদ্দের হিসেব এখনও হয়নি। সেতুর সঙ্গে কলকাতায় একটি রিং রোড বানানোর চিন্তাও রয়েছে।

কলকাতায় মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক জানিয়েছেন, রাজ্যে পরিবহণ পরিকাঠামোর বিকাশে আমেরিকার বিনিয়োগেরও সুযোগ রয়েছে।