নাসার মঙ্গলযান, এবার মঙ্গলের পৃষ্ঠে কি খুঁজে পেল ? সম্পূর্ণ জানুন
শ্রীকান্ত মণ্ডল
১৭ সেপ্টেম্বর, ২০২২
Multiple Blue Rings
গত বছর ১৮ নভেম্বর নাসার (NASA) মার্স রোভার বা মঙ্গলযান, মঙ্গলগ্রহের মাটি ছুঁয়েছিল। এই মার্স রোভারটির নাম পারসিভের্যান্স।
তারপর থেকে গত এক বছর ধরে মার্স রোভারটি মঙ্গল গ্রহের মাটিতে একাধিক সাফলতার সাথে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে।
সম্প্রতি, নাসা জানিয়েছে মার্স রোভারটি মঙ্গলের পৃষ্ঠে এমন একটি স্থানের সন্ধান পেয়েছে যেখানে জৈব অণুর ঘনত্ব অনেক বেশি ।
এর আগেও মার্স রোভারটি কিছু পাথরের নমুনাতে জৈব অণুর সন্ধান পেয়েছে তবে তার ঘনত্ব নতুন আবিষ্কৃত এই জায়গার তুলনায় খুবই কম।
বৈজ্ঞানিক দের মতে জৈবিক অণুর আধিক্য দেখা যায় সেই সমস্ত পাথরে যেগুলি কোনো জলাভূমি যেমন হ্রদ, নদী ইত্যাদির তীরবর্তী অঞ্চলে পাওয়া যায়।
নাসা আরও বলেছে যে নমুনা এলাকাটি একটি পাখা-আকৃতির ব-দ্বীপ গঠন করেছে যা ৩.৫ বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল।
আপাতত মার্স রোভারটি বদ্বীপ আকৃতির অঞ্ছল থেকে মোট ১২ টি নমুনা সংগ্রহ করেছে , এবং আরও বেশ কিছু পরীক্ষা চালাচ্ছে।
নমুনা গুলি পৃথিবীতে নিয়ে আসা হলেই বৈজ্ঞানিকরা তাতে প্রাচীন জৈব পদার্থর সন্ধান করবে এবং মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোনো প্রাণ ছিল কিনা তা খতিয়ে দেখবে।
পরবর্তী স্টোরি দেখুন
এশিয়ার বৃহত্তম সম্পূর্ণ মহিলা পরিচালিত বাজার কোথায় অবস্থিত জানেন কি?
এখানে ক্লিক করুন
Light Yellow Arrow