যেকোনও গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। দেশের নাগরিক হওয়ার অন্যতম পরিচয়পত্র এই আধার কার্ড। 

আধার কার্ড ছাড়া বর্তমান জীবনে আঁধার নেমে আসতে পারে। তাই কীভাবে এই পরিচয়পত্রকে আরও আধুনিক করা যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

প্রতারকদের হাত থেকে সুরক্ষিত করতে এবার ইউআইডিএআই-র তরফে আধার কার্ডে পরিচয় যাচাইয়ের আরও একটি নতুন ধাপ যোগ করা হল। 

এবার থেকে আধার কার্ডেও থাকছে ফেস অথেনটিকেশনের ব্যবস্থা, যেখানে স্ক্য়ান করলেই বোঝা যাবে আপনার আধার কার্ডটি আসল কি না এবং....

আধার কার্ডে উল্লেখিত ব্যক্তি আপনিই কি না। সম্প্রতিই  ইউডিআইএআই(UIDAI)-র তরফে ফেস অথেন্টিকেশন আরডি সার্ভিস অ্যাপ চালু করা হয়েছে।

এই আধার ফেস অথেনটিকেশন আরডি সার্ভিস অ্যাপ আধার কার্ডে মুখের মিল খুঁজে বের করার পাশাপাশি অন্যান্য একাধিক অ্যাপ, যেমন পিডিএস,কো-উইন, কৃষক কল্য়াণ স্কিমের মতো অ্যাপেও ব্যবহার করা যাবে।

 ইউআইডিএআই-র তরফে টুইট করে বলা হয়েছে, এবার থেকে আধার ফেস অথেনটিকেশনের ফিচার ব্যবহার করা যাবে ইউআইডিএআই আরডি অ্যাপের মাধ্যমে। 

কীভাবে লগ ইন করবেন আধার ফেস আরডি অ্যাপে?  4 টি ধাপে জানুন .. ১. প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আধার ফেস আরডি সার্চ করুন।

২. এরপর ইনস্টল অপশনে ক্লিক করুন এবং ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন। ৩. এবার অন স্ক্রিন ফেস অথেনটিকেশন গাইড অনুসরণ করে প্রসিড অপশনে ক্লিক করুন।

৪. মুখে আলো পড়ছে, এমন জায়গায় দাঁড়িয়ে মুখটি ক্যামেরার সামনে আনুন। স্ক্যান হয়ে গেলেই আপনার ফেস থেনটিকেশন সম্পন্ন হবে। অ্যাপটি ব্যবহারের আগে অবশ্যই ক্যামেরার লেন্স সাফ রাখবেন।