ওইদিনের শোভাযাত্রায় উপস্থিত থাকবেন UNESCO-র দুই প্রতিনিধি। সেই মর্মে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন সংগঠনের ভূটান, ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার প্রতিনিধি এরিক ফাল্ট।
পাশাপাশি বাংলার দুর্গাপুজোর (Durga Puja 2022) জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন UNESCO-র ডিরেক্টর জেনারেল অন্দ্রে আজুলে।
বেলাঘাটার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। গত ১৫ ডিসেম্বর ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো UNESCO-র হেরিটেজ তালিকায় স্থান পায়।
দুর্গাপুজোকে বিরল সম্মানে ভূষিত করে নিজেদের ওয়েবসাইটে UNESCO-র তরফে লেখা হয়, "ধর্ম এবং শিল্পকলার মেলবন্ধনের একটি প্রকৃত উদাহরণ বাংলার দুর্গোৎসব।
এতদিন কুটিয়াটম, রাম্মান, রামলিলা, চাহু, কালবেলিয়া ইত্যাদি উৎসব UNESCO-র হেরিটেজ তালিকাতে স্থান পেলেও দুর্গাপূজা ছিল না এই লিস্টে।