WB GK: করোনেশন (Coronation) ব্রিজ সম্পর্কে এই তথ্য গুলি জানেন কি?
By Srikanto Mandal
21 October, 2022
করোনেশন ব্রিজ সেভোক রোডওয়ে ব্রিজ নামেও পরিচিত। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত।
ফটো ক্রেডিটঃ Instagram
তিস্তা নদীর উপর নির্মিত এই ব্রিজটি দার্জিলিং এবং কালিম্পং জেলাগুলিকে সংযুক্ত করেছে।
ফটো ক্রেডিটঃ Instagram
সেতুটি জাতীয় সড়ক 17-এর একটি অংশ। এই সেতুটি সেভোক রেলওয়ে সেতুর সমান্তরালে চলে যা সেতু থেকে প্রায় 2 কিমি দূরে অবস্থিত।
ফটো ক্রেডিটঃ Instagram
স্থানীয়দের কাছে সেতুটি বাঘ পুল নামে পরিচিত কারণ মংপং এর দিকে ব্রীজের শুরুতে দুদিকে দুটো বাঘের মূর্তি আছে।
ফটো ক্রেডিটঃ Instagram
কেউ কেউ এটিকে সেভক ব্রীজ বলে থাকেন। আসলে ব্রিজটির পোশাকি নাম করোনেশন ব্রিজ (Coronation Bridge).
ফটো ক্রেডিটঃ Instagram
ইংরেজীতে করোনেশন শব্দের অভিধান অর্থ রাজ্যাভিষেকরণ। ইংল্যান্ডের ষষ্ঠ জর্জ এবং তাঁর স্ত্রী এলিজাবেথ রাজা এবং রানী রূপে ১২ মে ১৯৩৭-এ রাজ্যাভিষেকরণ (Coronation) ঘটে।
ফটো ক্রেডিটঃ Instagram
সেই রাজ্যাভিষেকের ঘটনা কে স্মরণীয় করে রাখতেই এই ব্রিজের নাম করোনেশন ব্রিজ রাখা হয়। ব্রীজ তৈরি শুরু হয় ১৯৩৭ সালে শেষ হয় ১৯৪১ সালে।
ফটো ক্রেডিটঃ Instagram
প্রচলিত কথা অনুযায়ী তখনকার সময়ে ছয় লক্ষ টাকা খরচ করে এই ব্রীজ নির্মাণ করা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস ব্রিজটি লোহার পরিবর্তে তামার পাত দিয়ে তৈরি।