খাওয়ার সময় কথা বললে, কখনো খাবারের টুকরো শ্বাসনালিতে ঢুকে পড়ে। একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকণাকে শ্বাসনালি ও ফুসফুসের ভেতর ঢুকতে বাধা প্রদান করে । ষেই ঢাকনির মতো অংশটি হল ?
উত্তরঃ এপিগ্লটিস
প্রশ্ন ৩. SI পদ্ধতিতে মোট একক হল
উত্তরঃ সাতটি মূল একক এবং সাতটি সহায়ক একক
প্রশ্ন ৪. শ্রেয়া খেয়াল করল যে তার মায়ের নখগুলি চামচ আকৃতির হয়ে গেছে ।সে ভীষণ চিন্তিত। এই অবস্থা কী থেকে হতে পারে?
উত্তরঃ অ্যানিমিয়া
প্রশ্ন ৫. চোখের যে সমস্যার দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে বলে
উত্তরঃ মায়োপিয়া
প্রশ্ন ৬. সূর্য গ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন।
উত্তরঃ চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে
প্রশ্ন ৭. ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু?
উত্তরঃ পারদ
প্রশ্ন ৮. নিন্মলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষক্রিয়া থেকে হয়?
উত্তরঃ মিনামাটা রোগ
প্রশ্ন ৯. বায়ুদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল
উত্তরঃ সিলিকোসিস
প্রশ্ন ১০. মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ বাবহার হয় তার ফর্মুলা হল