WB TET: পরিবেশ বিজ্ঞানের সম্ভাব্য প্রশ্ন উত্তর Part-1

শ্রীকান্ত মণ্ডল ২১ সেপ্টেম্বর, ২০২২

প্রশ্ন ১. ভারত সরকার যে বছরটিকে "জলবর্ষ" হিসাবে ঘোষণা করেছে তা হল - ক. ২০০৬ খ. ২০১১ গ. ২০০৭ ঘ. ২০০৫

উত্তরঃ ২০০৭

প্রশ্ন ২. কোন সালে ভারতে "প্রজেক্ট টাইগার (Project Tiger)" চালু হয়? ক. ১৯৭০ খ. ১৯৭৫ গ. ২০০০ ঘ. ২০০৫

উত্তরঃ ১৯৭৩ সালে 

প্রশ্ন ৩. নিচের কোনটি নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বর্জ্য? ক. কাঁচ খ. খাদ্যবস্তু বর্জ্য গ. পলিথিন ব্যাগ ঘ. সিন্থেটিক ফাইবার

উত্তরঃ খাদ্যবস্তু বর্জ্য

প্রশ্ন ৪. সূর্যের নিচের কোন বিকিরণ গ্রিনহাউস গ্যাসকে আটকে রাখে? ক. ইনফ্রারেড বিকিরণ খ. অতিবেগুনী বিকিরণ গ. দৃশ্যমান বিকিরণ ঘ. সমস্ত বিকিরণ

উত্তরঃ ইনফ্রারেড বিকিরণ

প্রশ্ন ৫.  নিচের কোনটি সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয়? ক. সালফার খ. ফসফরাস গ. ক্লোরোফিল ঘ. ক্লোরোফর্ম

উত্তরঃ  ক্লোরোফিল

প্রশ্ন ৬. নিচের কোন গ্রীনহাউস গ্যাসটি গবাদি পশুর প্রতিপালনের ফলে উৎপন্ন হয়? ক. কার্বন মনোক্সাইড খ. নাইট্রাস অক্সাইড গ. মিথেন ঘ. উল্লিখিত সব

উত্তরঃ মিথেন

প্রশ্ন ৭.  বিশ্ব ওজন (গ্যাস) দিবস কবে পালিত হয়? ক. ১১ সেপ্টেম্বর খ. ১২ সেপ্টেম্বর গ. ১৫ সেপ্টেম্বর ঘ. ১৬ সেপ্টেম্বর

উত্তরঃ ১৬ সেপ্টেম্বর

প্রশ্ন ৮.  হারপেটোলজি হল প্রাণিবিদ্যার একটি শাখা, এটি কিসের সাথে সম্পর্কিত -

উত্তরঃ  উভচর এবং সরীসৃপ অধ্যয়ন

প্রশ্ন ৯. নিচের কোনটি শক্তির নবীকরণযোগ্য উৎস? ক. মহাসাগরীয় স্রোত খ. সৌর শক্তি গ. বায়োমাস ঘ. উপরের সবগুলো

উত্তরঃ  উপরের সবগুলো

প্রশ্ন ১০.  নিচের কোন উদ্ভিদ সালফার ডাই অক্সাইডের প্রতি অত্যন্ত সংবেদনশীল? ক. টমেটো খ. পেঁয়াজ গ. আলু ঘ. ভুট্টা

উত্তরঃ টমেটো