ইতিমধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবার একাদশ (Class XI) শ্রেণিতে ভর্তির পালা। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা ....

সংসদের ((West Bengal Council of Higher Secondary Education) তরফে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুলগুলি সর্বাধিক ৪০০ আসনে ছাত্র ভর্তি করতে পারবে। এর আগে এই সংখ্যা ছিল ২৭৫। এবছর পাশ করেছেন ....

৮৬.৬০ শতাংশ ছাত্রছাত্রী। সংখ্যার নিরিখে যা সাড়ে নয়লক্ষের মতো। গতবার করোনার ফলে পরীক্ষা না হওয়ায় ১০০ শতাংশ ...

অর্থাৎ সবাইকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে, এর ফলেই পাশ করা পরীক্ষার্থী সংখ্যা এত বেশি হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ....

অপর একটি বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে , বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে  ন্যূনতম নম্বর ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের মধ্যে পদার্থবিদ্যা, রয়াসন, অঙ্ক ও জীবন বিজ্ঞান ইতাদি বিষয় ছাড়াও কম্পিউটার সায়েন্স এবং অন্য বিজ্ঞান বিত্তিক বিষয়ও রয়েছে।

এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে সুযোগ করে দিতেই   ন্যূনতম নম্বর ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।