WBCS এক্সাম এ নতুন Memorandum অনুযায়ী সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন এ কি কি পরিবর্তন হতে পারে :
By Srikanto Mandal
30 March, 2023
আগের মতোই তিনটি ধাপে সম্পূর্ণ করা হবে WBCS এক্সামের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ প্রিলি, মেইন্স এবং ইন্টারভিউ।
ধাপ ১ - PRELIMS:
মোট ২ টি পেপার হবে, টাইম বরাদ্দ থাকবে 2 ঘন্টা করে প্রতি পেপার এর জন্য। MCQ Type প্রশ্ন থাকবে।
পেপার ১ - General Studies Paper I - 200 Marks ( এই পেপার এর মার্কস দিয়ে Mains Mains এর জন্য cut off তৈরি হবে)।
পেপার ১ এ আগের মতই নিন্মলিখিত বিষয়গুলি থাকবে
i. English
ii. Current affairs
iii. General Science
iv. History of India
v. Geography of India and West Bengalvi. Indian Polity & Economyvii. Indian National Movementviii. General Mental Ability (Math)
পেপার ২ - General Studies Paper II- 200 marks (এই পেপার টাই শুধু 33% মার্কস পেতে হবে মানে 66 মার্কস) (Qualifying in nature)।
পেপার ২ তে থাকবে i. Comprehension, ii. Interpersonal skills including communication skills, iii. Logical Reasoning and Analytical ability, iv. Decision making & ....
Problem solving,v. General Mental ability, vi. Basic Numeracy, Data Interpretation
ধাপ ২- MAINS : মোট 10 টা পেপার থাকবে। 2 টি language paper থাকবে। আর এই পেপার 2 টি qualifying in nature হবে মানে ...
Interview এর Merit list তৈরি করার সময়ে এই পেপার 2 টির মার্কস অ্যাড হবে না। এখানে প্রতিটি পেপার এ 30% করে মার্কস পেতে হবে।
Languages paper A - Bengali/Nepali - 300 মার্কস
Language Paper B - English - 300 মার্কস
এছাড়াও 8 (৮) টি Compulsory পেপার থাকবে।
প্রতিটি পেপারে মার্কস থাকবে 250 করে, মোট 2000, প্রতিটি পেপার Descriptive Type থাকবে। গ্রুপ C, D এর জন্য পেপার VII ও পেপার VIII না দিলেও চলবে। এই 2 টি Optional paper থাকবে।
প্রতিটি পেপার এর জন্য সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা করে। বাংলা বা English এ উত্তর লেখা যাবে।