এবার, দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মোবাইল কিনতে আর্থিক সয়াহতা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে এবার এই মোবাইল ফোনগুলি দেওয়া হবে। 

অতিমারি পরিস্থিতিতে গত দু’বছর অনলাইন পড়াশোনার সুবিধার্থে মোবাইল ফোন কিনতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। 

গত বছরের ন্যায় এবছরেও দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মোবাইল কিনতে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।  

'তরুণের স্বপ্ন' প্রকল্পের অধীনে এই অর্থ পাওয়ার জন্য সব ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ‘আপডেট’ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

গত বারে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যে গলদ থেকে যাওয়ায় অনেকে প্রকল্প থেকে বাদ পড়ে গিয়েছেন। তাই এ বার স্কুলগুলিকেই দায়িত্ব নিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য বিকাশ ভবনে জমা দিতে বলা হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইন চার্জদের সঙ্গে কথা বলে এই বিষয়টি নিশ্চিত করতে ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এবারে ছাত্রছাত্রীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে সঠিক ভাবে আপডেট করে।

তবে সরকারের তরফে মোবাইল দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রশ্ন তুলছে শিক্ষক  সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক ....

স্বপন মণ্ডল বলেন, ‘‘কোভিড সংক্রমণের সময় যে হেতু অনলাইন পড়াশোনা চলছিল, তখন ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়ার দাবি আমরাই শিক্ষা দফতরের কাছে রেখেছিলাম।

এখন এগুলো দেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ আবারও স্কুল স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। তবুও মোবাইলের জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল।