নতুন শিক্ষানীতিতে কলেজে পঠনপাঠনের ক্ষেত্রে কি কি পরিবর্তন হবে জেনে নিন
By Srikanto Mandal
19 March, 2023
এই বছর থেকেই শুরু হচ্ছে ৪ বছরের স্নাতক ডিগ্রি |এবছর যারা উচ্চমাধ্যমিক দিচ্ছে,তারা এই নতুন নীতির মধ্যে আসবে। একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই চলবে কলেজে ভর্তির প্রক্রিয়া।
৩ বছরের পরিবর্তে ৪ বছরের মাল্টি ডিসিপ্লিনারি ব্যাচেলার ডিগ্রী প্রোগ্রাম । মাল্টি ডিসিপ্লিনারি হওয়াতে পড়ুয়ারা পছন্দমত বিষয় নির্বাচন করতে পারবে।
সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে বেরিয়ে আসা যাবে। তাই এই কোর্স কে বলা হচ্ছে মাল্টিপল এন্ট্রি অন্ড এক্সিট সিস্টেম।
এবং প্রতিবছরের গ্রেড বা নম্বর জমা থাকবে ডিজিটাল লকারে। ১ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Certificate।২ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Diploma।
৩ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে Bachelor Degree।৪ বছর পড়াশোনা করলে,তবেই মিলবে Honours Bachelor Degree।
থাকবেনা এম-ফিল। স্নাতকোত্তরে গবেষণা করতে চাইলে ৪ বছরের ডিগ্রী কোর্স পাশ করার পরে পিএইচডি করা যাবে।
ইউজিসি, এআইসিটিই এর মতো উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলি আলাদা করে থাকবে না। তৈরি হবে শিক্ষাব্যবস্থার নতুন কমিশন বা পর্ষদ।
যেকোন সময়ে Offline, Online, ODL, Hybrid পদ্ধতির মধ্যে পরিবর্তন করা যাবে এই নতুন পদ্ধতিতে। যেকোন সময় বিষয় পরিবর্তন করারও সুযোগ দেওয়া হবে।
এছাড়াও চতুর্থ বছরে থাকছে গবেষণার সুযোগ। যা সম্পন্ন করলে মিলবে Honours with Research Degree
এছাড়াও স্নাতক স্তরে পড়াশোনার সাথে মিলবে Internship এর সুযোগ। ব্যবসা, শিল্প, কলা, বিজ্ঞান ইত্যাদি সব বিষয়েই মিলবে এই সুযোগ।