Global Hunger Index 2022: বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের Rank কত? 

By Srikanto Mandal 30 Sept, 2022

বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট প্রকাশ করেন  Concern Worldwide এবং জার্মানির Welt Hunger Hilfe সংস্থা।

সম্প্রতি প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচক ২০২২-এর রিপোর্ট অনুযায়ী ভারত খুবই শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে আছে। 

বিশ্ব ক্ষুধা সূচক ২০২২-এর রিপোর্টে ভারতের স্থান ১০৭ , যা গত বছরের বিশ্ব ক্ষুধা সূচকের  থেকেও কম। 

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে কেবলমাত্র আফগানিস্তানের চেয়ে ভারতের র‌্যাঙ্কিং ভালো।

এই সূচকে ভারতের থেকেও এগিয়ে রয়েছে প্রতিবেশি দেশ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল।

এমনকি আর্থিক সমস্যায় জর্জরিত দেশ শ্রীলঙ্কার থেকেও ভারত পিছিয়ে আছে। 

তবে ভারত সরকার এই গ্লোবাল হাঙ্গার রিপোর্ট মানতে নারাজ, এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক একটি প্রেস নোট জারি করেছে।

প্রেস নোটে বলা হয়েছে, গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের বার্ষিক প্রকাশিত ভুল তথ্য প্রকাশ পেয়েছে। এমনকি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও জানায় মন্ত্রক।