দেশের নিরাপত্তা লঙ্ঘনের কারণে ২০২০ সালে নিষিদ্ধ করা হয়েছিল জনপ্রিয় মোবাইল গেম পাবজি (PUBG)। তার কিছুদিন না যেতেই ২০২১ সালে এই গেমের অনুরূপ সংস্করণ BGMI হাজির হয় দেশে। 

গুগল প্লে-স্টোরে BGMI ( Battlegrounds Mobile India) upload হতেই দ্রুত ডাউনলোড প্রক্রিয়া শুরু করে দেন ইউজাররা। চলতি মাসেই ১০ কোটি ইউজার ছুঁয়েছিল এই গেমিং অ্যাপ্লিকেশন।

তবে সম্প্রতি এই গেম ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে গুগল প্লে-স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে গেমটিকে সরিয়ে ফেলা হয়েছে। 

তবে প্রশ্ন হল বারবার কেন এই গেমের উপর নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র? এই প্রশ্নের উত্তর হিসাবে অনেকে মনে করছেন কিছুদিন আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা।

অনলাইন গেম খেলতে বাঁধা দেওয়াতে, লখনৌ-এর পঞ্চমখেদা যমুনাপুরমের বাসিন্দা ১৬ বছর বয়সী এক কিশোর তাঁর মাকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে।

পাড়া, প্রতিবেশীরা না জানলেও এই ঘটনার সাক্ষী ছিল তার বোন, তাঁকেও শাসাতে থাকে এই কিশোর। যদিও এরপর ঘটনাটি চাউর হতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

শুধু BGMI নয়, চলতি বছর ফেব্রুয়ারী মাসে Garena Free Fire গেমও ব্যান করা হয় দেশে। এই ধরণের বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়ছেন যুবসমাজ।

এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে স্কুল পড়ুয়া, যাদের বয়স ১৮ এর নিচে। Free Fire ব্যান হওয়ার পর Garena Free Fire Max লঞ্চ করে। 

যদি এই রকম আরও অপ্রীতিকর ঘটনা আরও ঘটতে থাকে তাহলে Free Fire Max গেম অ্যাপ্লিকেশন টিও ব্যান করতে পারে ভারত সরকার।

উক্ত কারণ ছাড়া দেশের নিরাপত্তার কারণে দক্ষিণ কোরিয়ার তৈরি এই BGMI গেমটি নিষিদ্ধ হচ্ছে কিনা তা এখনো স্পষ্ট ভাবে জানায়নি সরকার।