বর্তমানে, হোয়াটসঅ্যাপ হল বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ্লিকেশন। সম্প্রতি, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য একটি কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
অন্যান্য দেশের মতো ভারতেও এই অ্যাপের কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে। আর সেই কারণের ব্যবহারকারীদের সতর্ক করলেন খোদ কোম্পানির সিইও (CEO) উইল ক্যাথকার্ট (Will Cathcart)।
তিনি জানিয়েছেন, অসতর্ক হলেই নিমেষে হ্যাকারদের (Hacker) খপ্পরে পড়তে পারেন তারা। এই নিয়ে সংশ্লিষ্ট ট্যুইটও করেছেন হোয়াটসঅ্যাপের চিফ এক্সিকিউটিভ অফিসার।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের একটি টিম গুগল প্লে স্টোরের বাইরে উপলব্ধ হোয়াটসঅ্যাপের অনুরূপ একটি ক্ষতিকর ম্যালওয়্যার ভাইরাস যুক্ত অ্যাপ শনাক্ত করেছে।
উইল ক্যাথকার্ট ট্যুইটে জানান, এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে ‘HeyMods’ নামক এক ডেভলপার। এইসব থার্ড পার্টি সোর্সে উপলব্ধ ভুয়ো হোয়াটসঅ্যাপ থেকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
উইল ক্যাথকার্টের কথায়, এই ধরণের অ্যাপ হল সম্পূর্ণ স্ক্যাম। এগুলিতে থাকে একাধিক ম্যালিশিয়াস সফটওয়্যার যা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চুরি করার কাজ করে।
হ্যাক থেকে বাঁচতে কি করবেন? বিভিন্ন অ্যাপ ডেভেলপার ইউজার দের গোপন তথ্য চুরি করার জন্য এই ধরণের অ্যাপ বানিয়ে থাকে ।
এই ধরণের ক্ষতিকর অ্যাপ কখনো প্লে স্টোরে পাবেন না, তাই আপনার স্মার্ট ফোনের জন্য প্রয়োজনীয় অ্যাপ শুধুমাত্র প্লে স্টোর থেকেই ইন্সটল করুন।
হ্যাকাররা এই ধরণের অ্যাপ বানিয়ে তাতে ফ্রিতে কিছু অতিরিক্ত ফিচার বা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সবসময় ইউজার দের বাধ্য করে প্লে স্টোরের বাইরে গিয়েতা ডাউনলোড করার জন্য।
এই ফাঁদে একদমই পা দেবেন না, প্লে স্টোর ছাড়া অ্যাপ ডাইউনলোড করবেন না এবং নিয়মিত আগে থেকে ইনসটল করা অ্যাপ গুলি আপডেট করবেন।
হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে যে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করে সেগুলিকে ব্লক করে দেওয়া হচ্ছে।