সমস্ত গ্রাহকরা এতদিন সম্পূর্ণ বিনামূল্যে WhatsApp ব্যবহার করতে পারতো কিন্তু  সম্প্রতি   সেই ছবি বদলাতে চলেছে।

এবার থেকে এই অ্যাপের বিশেষ কিছু সুবিধা (features) ব্যবহারের জন্য খরচ করতে হবে কিছু অর্থ। 

মার্কিন সংস্থাটি WhatsApp ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে হাজির হয়েছে.। 

তবে এই সাবস্ক্রিপশন বাধ্যতামূলক নয়, তবে সাবস্ক্রিপশন নিলে গ্রাহকরা কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। 

প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রাহকরা একসঙ্গে 10 টি ডিভাইস থেকে WhatsApp Business অ্যাকাউন্ট লগইন করার সুযোগ পাবেন। 

এই মুহূর্তে যে কোন WhatsApp অ্যাকাউন্ট সর্বোচ্চ 4 টি ডিভাইস থেকে লগ ইন করা যায়। 

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Android, iOS ও ডেক্সটপ গ্রাহকদের জন্য পরীক্ষামূলক ভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার নিয়ে আসা হয়েছে।  

এছাড়াও এই গ্রাহকরা নিজেদের প্রোফাইলের জন্য কাস্টম লিঙ্ক তৈরির সুযোগ পাবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে লিঙ্কের মধ্যে কোম্পানির নাম ব্যবহার করা যাবে। 

সম্প্রতি WhatsApp বেশ কিছু আপডেট নিয়ে এসেছে। যেমন  WhatsApp গ্রুপে সর্বাধিক 512 জন সদস্য যোগ দিতে পারবেন।  

এবার থেকে WhatsApp গ্রুপ থেকে কোনও মেম্বার বেরিয়ে গেলে গ্রুপে থাকা বাকি মেম্বাররা তা জানতে পারবেন না।  

ইতিমধ্যে WhatsApp-এ মেসেজ রিয়্যাকশন ফিচার চালু হয়েছে, এর মাধ্যমে যে কোনও মেসেজে রিয়্যাকশন হিসেবে ইমোজি যোগ করা যাবে।