এবার থেকে মুছে ফেলা বার্তাও হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি এরকমই একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ একটি 'Disappearing Keept Messages' ফিচার নিয়ে কাজ করছে বহুদিন থেকে। 

নতুন এই ফিচারে মেসেজ মুছে বা অদৃশ্য হয়ে যাওয়ার পরেও দেখা যাবে। হোয়াটসঅ্যাপ ইউজাররা 'ডিজাপিয়ারিং মোডে' বার্তাগুলি দেখতে পাবেন। 

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নতুন এই বৈশিষ্ট্য নিয়ে আসছে। 

হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারের নাম দিয়েছে 'কেপ্ট মেসেজ'। এর মাধ্যমে সব ব্যবহারকারী তাদের কথোপকথনে রাখা বার্তা ফের ব্যবহার করতে পারবেন। 

যদিও এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক স্তরে রয়েছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে কোম্পানি।

কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ 'সাইলেন্ট লিভ গ্রুপ' বিকল্পেও কাজ করছে। ভবিষ্যতে যদি কোনও ব্যবহারকারী গ্রুপ ....

ছেড়ে চলে যান তবে তাকে কোনও বিজ্ঞপ্তি পাঠানো হবে না। শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনকে গ্রুপ ছাড়ার অনুমতি ....

দেওয়া হবে। তবে, গ্রুপের বাকি সদস্যরা Past Participants ফিচারে গিয়ে গ্রুপ ছাড়ার বিষয়ে তথ্য পেতে পারবেন।