WhatsApp: এবার থেকে স্ক্রিনশট নেওয়া বন্ধ, নতুন নিয়ম চালু হবে হোয়াটসঅ্যাপে!
শ্রীকান্ত মণ্ডল ৯ অক্টোবর, ২০২২
WhatsApp এবার থেকে ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে আসতে চলেছে , হোয়াটসঅ্যাপে আর স্ক্রিনশট নিতে পারবেন না ইউজাররা।
এই ফিচারের জন্য ব্যবহারকারীরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন। খুব শিঘ্রই সেই আশা পূর্ণ হতে চলেছে।
তবে, আপাতত ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে পাওয়া যাবে। পরবর্তীতে আপডেটের মাধ্যমে এটি সমস্ত ইউজারদের জন্য চালু করা হবে।
প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য এই ধরনের ফিচার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মে অনেক আগে থেকেই আছে।
প্ল্যাটফর্মের গোপনীয়তা বজায় রাখতেই এই আপডেট, এমনটাই জানান হয়েছে।
যদি কোনও ইউজার স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন, WhatsApp একটি পপ-আপ মেসেজ দেখাবে। যেখানে লেখা থাকবে- "Can't take screenshot due to security policy"।
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ, তাই এটির নিরাপত্তা এবং প্রাইভেসি মজবুত করার জন্য মার্কিন কম্পানিটি প্রায় নতুন নতুন ফিচার আনছে।