আগামী সোমবার (১৫ই আগস্ট) স্বাধীনতা দিবসের আগেই জম্মু কাশ্মীর সহ সারা ভারত পেতে চলেছ নতুন উপহার। স্বাধীনতা দিবসের দুদিন আগেই উদ্বোধন হল বিশ্বের সব থেকে উঁচু রেল ব্রিজ। 

চিনাব নদীর উপর অবস্থিত এই রেলওয়ে ব্রিজ। ব্রিজের সমস্ত কাজ আগেই সম্পূর্ণ হয়েছিল। শুধু মাত্র  গোল্ডেন জয়েন্ট (দুই দিকের আর্চ জয়েন্ট) জোড়ার কাজ বাকি ছিল।

১৩ আগস্ট গোল্ডেন জয়েন্ট জোড়ার কাজ সম্পূর্ণ করে নির্মাণ কারী সংস্থা অ্য়াফকনস। ইঞ্জিনিয়ারিং শিল্পের বিস্ময়কর নিদর্শন এটি , আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু এই ব্রিজ।   

ভারতের চেনাব নদীর উপর নির্মিত এই রেলওয়ে আর্চ ব্রিজটির দৈর্ঘ্য ১৩১৫ মিটার এবং উচ্চতা ৩৫৯ মিটার। মেঘের ওপর খিলান আকৃতির এই সেতুটি কোনও বিস্ময়ের চেয়ে কম নয়।    

এই রেলওয়ে আর্চ ব্রিজটির বিশেষত্ব হল এর উচ্চতা ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি। 

এই সেতুটির মূল উদ্দেশ্য হল কাশ্মীর উপত্যকার সংযোগ বৃদ্ধি করা। একই সঙ্গে, এই সেতুতে এমনভাবে ট্র্যাক বসানো হবে যাতে ট্রেনটি ঘণ্টায় ১০০ কিমি বেগে দৌড়াতে পারে।  

এই প্রকল্পের ভারতীয় উন্নত প্রকৌশল যেভাবে দেখা গেছ, তাও বেশ প্রশংসনীয়।চেনাব সেতুর  চারপাশের পাহাড়ের কাঁচা জমি ও পাথরের মধ্যে এত বড় সেতু নির্মাণ একটি দৃষ্টান্ত মূলক কাজ।   

এই সেতুটি ঘণ্টায় ২৫০ কিমির বেশি বেগে চলাচলকারী বায়ুকে সহজেই সহ্য করতে সক্ষম হবে। মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এই সেতুর ওপর কোনও প্রভাব ফেলবে না।     

যেকোনও ধরনের হামলা থেকে সেতুটিকে রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেতুটির এক পাশের পিলারের উচ্চতা প্রায় ১৩১ মিটার।