বিশ্বের প্রথম সারির ৫টি হাই স্পিড ট্রেনের নাম দেওয়া হল যাদের প্রত্যেকটির গতি ঘণ্টায় ৩০০ কিলমিটারেরও বেশি।
৫ নম্বরে রয়েছে জাপানের জেআরইস্ট ই৫ (JR East E5), এই ট্রেনের গতি ঘণ্টায় ৩১৩ কিলোমিটার বা ১৯৫ মাইল
৪ নম্বরে রয়েছে ফ্রান্সের টিজিভি (TGV), এই ট্রেনের গতি ঘণ্টায় ৩২০কিলোমিটার বা ১৯৮.৮ মাইল
৩ নম্বরে রয়েছে জার্মানির আইসিই৩ (ICE3), এই ট্রেনের গতি ঘণ্টায় ৩৩০কিলোমিটার বা ২০৫ মাইল
তালিকায় ২ নম্বরে রয়েছে চিনের সি আর ৪০০ ফুক্সিং (CR400 'Fuxing'), এই ট্রেনের গতি ঘণ্টায় ৩৫০কিলোমিটার বা ২১৭.৪৮ মাইল
তালিকায় ১ নম্বরে রয়েছে সাংহাই ম্যাগলেভ (Shanghai Maglev), এই ট্রেনের গতি ঘণ্টায় ৪৩০ কিলোমিটার বা ২৬৭ মাইল
চীনের সাংহাই ম্যাগলেভ বর্তমানে বিশ্বের দ্রুততম ট্রেন, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ভারতেও প্রথম হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্প চালু হবে মহারাষ্ট্রের মুম্বাই এবং গুজরাতের আহমেদাবাদের মধ্য।
পরিকল্পনা অনুসারে, বুলেট ট্রেনগুলি ৩২০ কিমি প্রতি ঘন্টা গতিতে চলবে এবং মোট ৫০৮ কিমি দূরত্ব এবং ১২টি রেলস্টেশন অতিক্রম করবে।