বিশ্বের সব থেকে শক্তিশালী ক্যামেরা কত মেগা পিক্সেলের জানেন কি?
By Srikanto Mandal 30 Sept, 2022
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত একটি গবেষণাগারে এই ক্যামেরার নির্মাণের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা চলছে।
ছবিঃscitechdaily
বিশ্বের বৃহত্তম এই ডিজিটাল ক্যামেরার আকার একটি ছোট এসইউভির (SUV) কাছাকাছি। এর লেন্সের ব্যাস ৫ ফুটের বেশি।
ছবিঃscitechdaily
ক্যামেরা নির্মাণকাজ শেষ হলে এটি চিলির রুবিন অবজারভেটরিতে স্থাপন করা হবে, যেখান থেকে এটি রাতের বেলা চিলির সমগ্র দক্ষিণ আকাশ পর্যবেক্ষণ করা যাবে।
ছবিঃscitechdaily
এবার আসি মেগা পিক্সেলের কথায়, এই ক্যামেরাটি ৩২০০ মেগাপিক্সেল ক্ষমতা সম্পন্ন।
ছবিঃscitechdaily
শক্তিশালী এই ডিজিটাল ক্যামেরার সাহায্যে একটি গলফ বলকে ১৫ মাইল বা ২৪ কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া যায়।
ছবিঃscitechdaily
ক্যামেরার কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ না হলেও এটির সমস্ত যান্ত্রিক উপাদান একসাথে অ্যাসেমবেলের কাজ সম্পূর্ণ হয়েছে।
ছবিঃscitechdaily
এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা যার আকার প্রায় ৫.৫ ফুট বাই ৯.৮ ফুট। ক্যামেরাটির ওজন প্রায় ২৮০০ কেজি।
ছবিঃscitechdaily
এর ফোকাল প্লেন স্মার্টফোন ক্যামেরার মতোই এতে ১৮৯ টি সিসিডি সেন্সর রয়েছে। এবং প্রতিটি সিসিডি একটি আইফোনের চেয়ে বেশি পিক্সেল প্যাক করে।
ছবিঃscitechdaily
Share
if you liked the
Story
Arrow
Share
if you liked the
Story
Arrow