গুজরাতের নবনির্মিত অটল ব্রিজের প্রথম ঝলক দেখুন এবং ৮ টি অজানা তথ্য জানুন
শ্রীকান্ত মণ্ডল
১৬ অক্টোবর, ২০২২
লাল, নীল, সবুজ, হলুদ নানা রঙ দিয়ে তৈরি এই সেতু, দেখতে অনেকটা রামধনুর মতো। কেবলমাত্র পথচারীদের জন্য বানানো হয়েছে ব্রিজটি।
ফটো: ফেসবুক পেজ
বিভিন্ন রঙের চোখ ধাঁধানো অটল ব্রিজ' ভারতের গুজরাটের আহমেদাবাদে, সবরমতী নদীর উপরে নির্মাণ করা হয়েছে।
ফটো: ফেসবুক পেজ
সেতুটি ৭৪ কোটি টাকা বাজাটে নির্মিত। ২১ মার্চ, ২০১৮ সালে সবরমতী রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা প্রকল্পটি অনুমোদিত হয়।
ফটো: ফেসবুক পেজ
সেতুটির ছাদ জুড়ে এলিডি লাইট দিয়ে সাজান। রাতের বেলা দূর থেকে এই ব্রিজটিকে বিশাল মাছের মতো লাগে।
ফটো: ফেসবুক পেজ
আহমেদাবাদের আন্তর্জাতিক বিভিন্ন নকশার ঘুড়ি উৎসব 'উত্তরণ' থেকে অনুপ্রাণিত হয়ে ব্রিজের নকশা প্রস্তুত করা হয়।
ফটো: ফেসবুক পেজ
ব্রিজটির মোট দৈর্ঘ্য ৩০০ মিটার এবং সেতুটি ২,৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ দ্বারা নির্মাণ করা হয়েছে।
ফটো: ফেসবুক পেজ
অটল ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে টপ এবং ডাউন, উভয় ওয়াকওয়েই ব্যবহার করা যেতে পারে।
ফটো: ফেসবুক পেজ
প্রতিযোগিতার মাধ্যমে এই সেতুর নকশা নির্বাচন করা হয়েছে। সূত্র অনুযায়ী এই প্রতিযোগিতায় মুম্বইয়ের STUP কনসালট্যান্ট জয়ী হয়।
ফটো: ফেসবুক পেজ
Share
if you liked the
Story
Arrow
Read more